Site icon Jamuna Television

কণ্ঠশিল্পী ন্যান্সির বাবা আর নেই

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাবা নাঈমুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর। বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ন্যান্সি লিখেছেন, আজ সকাল আনুমানিক সাড়ে ৯ ঘটিকায় আমার বাবা মৃত্যুবরণ করেছেন। উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

পোস্টের সঙ্গে বাবার সঙ্গে স্মৃতিময় বেশ কিছু ছবি শেয়ার করেছেন ন্যান্সি। ছোটবেলায় বাবার কোলে আদুরে ন্যান্সির ছবিও রয়েছে।

ন্যান্সির বাবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খিলক্ষেতে থাকতেন। সেখানেই তিনি সোমবার সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পেয়ে ময়মনসিংহ থেকে স্বামী ও সন্তানদের নিয়ে ঢাকায় রওনা হয়েছেন ন্যান্সি।

ন্যান্সির বাবা নাঈমুল হক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপঅর্থনিয়ন্ত্রক ছিলেন।

ইউএইস/

Exit mobile version