Site icon Jamuna Television

শরীয়তপুরে নিখোঁজের একদিন পর মিললো শিশুর ক্ষত-বিক্ষত লাশ

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে নিখোঁজের একদিন পর মেহেদী মাদবর নামের ১০ বছরের এক শিশুর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মেহেদী নড়িয়া উপজেলার লক্ষ্মীপুর গুচ্ছগ্রামের রিক্সাচালক আজাহর মাদবরের ছেলে। সে মশুরা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোমবার দুপুরে ভোজেশ্বর এলাকার কীর্তিনাশা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। হত্যার ধরন দেখে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারনা করছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রোববার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয় মেহেদী। তারপর আর বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজনের বাড়ি ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজির পর না পেয়ে সোমবার সকালে নড়িয়া থানায় সাধারণ ডায়েরি করে নিহতের পরিবার।

এদিকে, বেলা ১২টার দিকে মাছ ধরতে গিয়ে ভোজেশ্বর এলাকায় কীর্তিনাশা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মেহেদীর মরদেহ শনাক্ত করে।

মেহেদীর মরদেহে পেটকাটা ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইউএইস/

Exit mobile version