Site icon Jamuna Television

সেদিন কী ঘটেছিল, কীভাবে ঘটেছিল, সবই বলবেন শিপ্রা-সিফাত

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশেদের সাথে সেদিন কি ঘটেছিলো, কীভাবে ঘটেছিলো, কিছুটা সময় নিয়ে সবই বলবেন শিপ্রা-সিফাত। এই বিষয়ে কোনো ধরনের গুজবে কান না দেয়ারও অনুরোধ জানিয়েছেন তারা।

সোমবার রাতে কক্সবাজারে গণমাধ্যমের সাথে কথা বলেন সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথ। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় ন্যায় বিচার হবে বলেও আশাবাদ জানান দুজন।

তারা বলেন, আমরা কখনো ভাবিনি আমাদের সাথে এমন ঘটনা ঘটবে! তবে আমরা শেষপর্যন্ত এর বিচার দেখতে পাবো বলে আশা করি। দেশবাসী আমাদের সাথে ছিলেন এবং থাকবেন। মুক্তির জন্য ভূমিকা রাখায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানায়।

তারা আরও বলেন, কারা কর্তৃপক্ষও আমাদের সাথে পুরোটা সময় খুব ভালো ব্যবহার করেছেন। আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জানায়।

ইউএইস/

Exit mobile version