Site icon Jamuna Television

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল বিসিবি

অনূর্ধ্ব-১৯ দলের ৪৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আগামী চার সপ্তাহের জন্য বিকেএসপিতে আবাসিক ক্যাম্প করবে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

তবে ক্যাম্পে যোগ দেয়ার আগে ১৫-১৯ আগস্টের মধ্যে সব ক্রিকেটারকে করোনা টেস্টে করাতে হবে। ২৩ আগস্ট থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ৪৫ জন ক্রিকেটারকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে ১৫ জন ক্রিকেটার রয়েছেন।

স্কিল ট্রেনিংয়ের সময় ৮টি অনুশীলন ম্যাচ খেলবে অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা।

Exit mobile version