Site icon Jamuna Television

মৌখিকের পর এবার মিলল আইপিএল শুরুর লিখিত অনুমতি

এবার ভারত সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থেকে আইপিএল শুরুর লিখিত অনুমতি পেয়েছে বিসিসিআই। অবশ্য আগেই মৌখিক অনুমতির ভিত্তিতে সব ধরণের প্রস্তুতি নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

করোনার প্রাদুর্ভাবে আইপিএলের এবারের আসর আমিরাতের তিনটি শহর শারজাহ, আবুধাবি ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে। ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে চলবে এ আসর। পর্দা নামবে ১০ নভেম্বর।

এরইমধ্যে দলগুলোকে দেশ ছাড়ার জন্য নির্ধারিত সময়ও বেঁধে দিয়েছে গভর্নিং কাউন্সিল। বেশির ভাগই ২০ আগস্টের পর দেশ ছাড়তে সম্মত হয়েছে। তার ২৪ ঘন্টা আগে আবশ্যকীয়ভাবে দুটি কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে ক্রিকেটার ও স্টাফদের।

Exit mobile version