Site icon Jamuna Television

যশোরে কাভার্ডভ্যান চাপায় দুই যুবক নিহত

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরের ঝিকরগাছায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর শহরের সার্কিট হাউজপাড়ার মাহবুবুর হকের ছেলে কাজী মুশফিক মাহবুব প্রিয় (২৫) ও মিশনপাড়ার দিলীপ দাসের ছেলে কাব্য দাস (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ঝিকরগাছার বেনেয়ালি গির্জার সামনে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মরদেহ দুটি উদ্ধার করে
যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইউএইস/

Exit mobile version