Site icon Jamuna Television

সম্পত্তিতে সমান অধিকার নিয়ে নতুন রায় দিয়েছে ভারতীয় সুপ্রিমকোর্ট

অবিভক্ত হিন্দু পরিবারের সম্পত্তিতে মেয়েদের পক্ষে রায় দিয়েছে ভারতের সুপ্রিমকোর্ট। আদালত জানায়, এখন থেকে বাবার সম্পত্তিতে ছেলে ও মেয়েদের সমান অধিকার থাকবে। খবর আনন্দবাজার পত্রিকার।

মঙ্গলবার বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দিয়েছেন।

রায়ে বলা হয়, ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকারী (সংশোধিত) আইন মোতাবেক অভিভাবকের সম্পত্তিতে মেয়েদের স্বীকৃত অধিকার থাকবে। অর্থাৎ সম্পত্তিতে ছেলেদের যা অধিকার, মেয়েরাও সেই অধিকার ভোগ করবেন। বাবা যদি সেই সংশোধনী প্রণয়নের আগে মারা যান, তাহলেও ছেলে ও মেয়েদের সমানাধিকার প্রযোজ্য হবে।

ভারতীয় সুপ্রিমকোর্টের এমন ব্যাখ্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ আগে একাধিক মামলায় শীর্ষ আদালত রায় দিয়েছিল, ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর যদি বাবা এবং মেয়ে দু’জনেই জীবিত থাকেন, তবেই বাবার সম্পত্তিতে মেয়ের স্বীকৃত অধিকার থাকবে।

ইউএইস/

Exit mobile version