Site icon Jamuna Television

একাদশ শ্রেণিতে ভর্তি হলেন ঝাড়খন্ডের শিক্ষামন্ত্রী!

ক্লাস টেন পাস শিক্ষামন্ত্রী। কম যোগ্যতার কারণে লাগাতার টিটকিরির মুখে পড়েন তিনি। যোগ্যতা অর্জনে শেষে একাদশ শ্রেণিতে ভর্তি হলেন ভারতের ঝাড়খন্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতো। প্রমাণ করে দিয়েছেন, শেখার কোনো বয়স নেই। ৫৩ বছর বয়সী এ মন্ত্রী তার নিজেরই বিধানসভা বোকারো জেলার দুমরি এলাকার সরকারি ইন্টার-কলেজ দেবী মাহাতো মহাবিদ্যালয়ে আর্টস নিয়ে ভর্তি হয়েছেন। ১৯৯৫ সালে চন্দ্রপুরার নেহেরু স্কুল থেকে সেকেন্ড ডিভিশনে মাধ্যমিক পাস করেন।

জগরনাথ বলেন, ‘আমি যেদিন শপথ নিই, অনেকেই বলেছিলেন, একজন ক্লাস টেন পাস মানুষ রাজ্যের শিক্ষার কী অগ্রগতি করবেন। সেই মানুষদের জবাব দিতেই আমি আবার ভর্তি হয়েছি। আমি ভালো রেজাল্ট করে দেখিয়ে দেব।’

Exit mobile version