Site icon Jamuna Television

লেবানন থেকে ফিরলেন আটকে পড়া ৭৩ বাংলাদেশি

বৈরুত বিস্ফোরণের পর লেবাননে আটকে পড়া ৭৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। সকালে তাদের নিয়ে ঢাকায় অবতরণ করে বাংলাদেশ বিমান বাহিনীর ‘সি১৩০-জে’ পরিবহন বিমান।

রোববার বিমানটি লেবাননে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে গিয়েছিল। ১২ সদস্যের এয়ার ক্রুর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী।

প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় জনগণকে সহায়তার জন্য জরুরি চিকিৎসা সামগ্রীসহ একজন চিকিৎসকও পাঠায় বাংলাদেশ। ফেরার পথে আটকেপড়া বাংলাদেশিদের নিয়ে আসে বিমানটি।

Exit mobile version