Site icon Jamuna Television

ইউরোপা লিগের সেমিফাইনালে শাখতার দোনেস্ক ও সেভিয়া

ইউরোপা লিগের সেমিফাইনালে পৌঁছেছে শাখতার দোনেস্ক ও সেভিয়া। কোয়ার্টার ফাইনালে শাখতার ৪-১ গোলে হারিয়েছে বাসেলকে। আর ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে সেভিয়া।

কোয়ারর্টার ফাইনালের লড়াইয়ে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ও স্পেনের সেভিয়ার লড়াইটা জমাট হবে তা প্রত্যাশিতই ছিলো। ম্যাচের শুরুতেই অ্যাডামা ট্রায়োরার গতিতে ভালো শুরু পায় উলভসরা। ১২ মিনিটে পেনাল্টিও আদায় করে নেন এই স্প্যানিশ স্ট্রাইকার। কিন্তু সেই সুযোগ কাজে লাগেতে পারেনি ইনফর্ম উলভস স্ট্রাইকার রাউল হিমেনেজ। মেক্সিকোর এই স্ট্রাইকারের স্পটকিক রুখে দেন সেভিয়া কিপার ইয়াসিন বোনো।

ম্যাচের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে সেভিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়। ৮৮ মিনিটে এভার বেনেগার ফ্রি কিক থেকে হেডে গোল করেন আর্জেন্টাইন উইঙ্গার লুকাস ওকাম্পোস।

Exit mobile version