Site icon Jamuna Television

উত্তরাধিকার সম্পত্তিতে পুত্র ও কন্যার সমান অধিকার ঘোষণা ভারতের

ভারতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে পুত্র ও কন্যাসন্তানের সমান অধিকার ঘোষণা করলেন দেশটির সর্বোচ্চ আদালত। হিন্দু ধর্মীয় বিধি-বিধানে নারী-পুরুষের বৈষম্য নিরসনে, সুপ্রিম কোর্টের মঙ্গলবারের এ রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

এতে, ২০০৫ সালে কার্যকর ভারতের হিন্দু উত্তরাধিকার আইনের ৬ষ্ঠ অনুচ্ছেদে বিভ্রান্তির অভিযোগ খারিজ করে দেন তিন বিচারপতির গঠিত বেঞ্চ।

আদালত বলেন, এখন থেকে দেশটিতে পিতা, পিতামহ ও প্রপিতামহের সম্পত্তিতে সমান ভাগ পাবেন ছেলে-মেয়ে, নাতি-নাতনীরা। বাবা জীবিত হোন বা মৃত; আইনটি কার্যকরের তারিখ- ২০০৫ সালের ৯ সেপ্টেম্বরের আগে জন্ম নেয়া কন্যারাও উত্তরাধিকার সূত্রে ভাইদের সমান সম্পত্তির দাবিদার।

Exit mobile version