Site icon Jamuna Television

করোনাভাইরাসে আক্রান্ত রুমিন ফারহানা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে কোভিড-১৯ পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

স্ট্যটাসে তিনি বলেন: আমি করোনা পজেটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন।

২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন (৫০ নং আসন) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা।

রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ব্যারিস্টার হিসেবে বাংলাদেশের উচ্চ আদালতে আইনি পেশায় রয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।

Exit mobile version