Site icon Jamuna Television

কুমিল্লায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন শারমিন আক্তার

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার লাকসামে এক প্রসূতি মা পাঁচ সন্তান প্রসব করেছেন। ওই প্রসূতির নাম শারমিন আক্তার। উপজেলার উত্তরদা ইউপির মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমানের স্ত্রী শারমিন আক্তার।

বুধবার দুপুরে লাকসাম জেনারেল হসপিটালে এ সন্তান প্রসবের ঘটনা ঘটে। এ সন্তানদের মধ্যে ৩ ছেলে ও ২ মেয়ে। তারা সকলে সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

লাকসাম জেনারেলের হসপিটালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, বুধবার সকালে ওই প্রসূতি মা হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার লতিফা আক্তার লতার তত্বাবধানে দুপুরে ওই পাঁচ সন্তান স্বাভাবিকভাবে জন্ম নেয়।

এদিকে ওই পাঁচ সন্তানকে আরও উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান মা এবং সন্তানেরা সুস্থ রয়েছে।

সন্তানদের পিতা হাফেজ মাওলানা মিজানুর রহমান বলেন, এর আগে তার প্রথম সন্তান হলেও মারা যান। বর্তমানে এ পাঁচ সন্তান জন্ম লাভে আনন্দিত হয়ে তাদের জন্য দোয়া চান।

ইউএইস/

Exit mobile version