Site icon Jamuna Television

আগামীকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

বৃহস্পতিবার তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরী গ্যাস পাইপ লাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের টাই-ইন এর জন্য ১৩ আগস্ট, ২০২০ তারিখ, বৃহস্পতিবার সকাল ০৮:০০ ঘটিকা হতে রাত ০৮:০০ ঘটিকা পর্যন্ত মোট ১২(বারো) ঘণ্টা তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন এলাকা, তেজকুনিপাড়া, পশ্চিম নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া গতকালও তেজগাঁও রেলস্টেশন, তেজকুনি পাড়া, পশ্চিম নাখালপাড়া এবং এর আশপাশের এলাকায় ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিলো।

দ্বিতীয় ট্রাঞ্চের দ্বিতীয় পর্যায়ে মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের টাই-ইনের জন্য বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করা হয় বলে জানায় তিতাস।

Exit mobile version