Site icon Jamuna Television

২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতি শেষে আগামী ২৪ অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে ওইদিন প্রথমবারের মতো মাঠে নামবেন তামিম-মুশফিকরা। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও করোনার কারণে আর যাওয়া হয়নি।

বুধবার মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান গণমাধ্যমকে জানান, শ্রীলঙ্কা সফরে যাওয়ার সম্ভাব্য একটি সময় নির্ধারণ করা হয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে দেশে ক্যাম্প করব। ১০-১২ দিন অনুশীলন শেষে আমরা শ্রীলঙ্কা যাবো। সেখানে প্রায় ২০-২৫ দিন আমরা একসঙ্গে অনুশীলন করব। ২৪ অক্টোবরে আমাদের খেলা রয়েছে। এ সময় সেপ্টেম্বরের শুরুতে কোচদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান আকরাম খান।

গত ১১ মার্চ দেশের মাটিতে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ। ওই টি-টোয়েন্টির পর থেকেই করোনার প্রকোপ শুরু হয়। তারপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন টাইগাররা।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, আমরা কয়েক দফায় করোনা টেস্ট করার চিন্তা করছি। আমরা দুই-তিনবার করোনা টেস্ট করাব। এটা নিয়ে আমাদের আরও পরিকল্পনা আছে। পরে জানিয়ে দেব।

এদিকে, ২৯ অক্টোবর শেষ হবে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। যে কারণে প্রথম টেস্টে তার খেলার সুযোগ নেয়। তবে সিরিজের বাকি অংশেও তাকে পাওয়া যাবে কিনা সে ব্যাপারটিও ঝুলে আছে।

ইউএইস/

Exit mobile version