Site icon Jamuna Television

নাফ নদী থেকে ২ লাখ ৩০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানরা নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে। ১১ আগস্ট রাত পৌনে ৯টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত পয়েন্ট বরাবর নাফ নদীতে অভিযান চালিয়ে ইয়াবার এ চালানটি জব্দ করা হয়।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে মাদকের চালান আসার খবর পেয়ে বিজিবির বিশেষ টহল টিম বেড়িবাঁধে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমার হতে একটি হস্তচালিত নৌকাযোগে পাচারকারীরা বাংলাদেশের কিনারায় পৌঁছলে বিজিবি জওয়ানরা নৌকাটিকে ধাওয়া করে। তখন পাচারকারীরা নৌকা থেকে লাফ দিয়ে নাফ নদীর শূন্য রেখা অতিক্রম করলে তাদের আর আটক করা সম্ভব হয়নি। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ইউএইস/

Exit mobile version