Site icon Jamuna Television

রাশিয়ার স্পুটনিক-৫ টিকা পরীক্ষা করবে ইসরায়েল

রাশিয়ার করোনাভাইরাস বিরোধী টিকা স্পুটনিক-৫ পরীক্ষার করার কথা জানিয়েছে ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী ইউলি এদেলস্টেইন।

রয়টার্সের খবরে বলা হয়, পরীক্ষায় এটি ‘গুরুত্বপূর্ণ পণ্য’ হিসেবে প্রমাণিত হলে টিকা কিনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে ইসরায়েল।

এর আগে মঙ্গলবার বিশ্বের প্রথম করোনার টিকার তৈরির ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মাত্র দুই মাসের কম সময়ে মানুষের ওপর এই টিকার পরীক্ষা চালানো হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিযোগ, এই টিকার নিরাপত্তার বিষয়টি নিয়ে এখনও সংশয় রয়েছে। অবশ্য রুশ স্বাস্থ্যমন্ত্রী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

এ বিষয়ে ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সতর্কতার সঙ্গে সব প্রতিবেদন দেখছি, সেটা যে দেশেরই হোক না কেন। আমরা ইতিমধ্যে টিকা উন্নয়নের বিষয়ে রাশিয়ার গবেষণা কেন্দ্রের প্রতিবেদন নিয়ে আলোচনা করেছি।

তিনি জানান, আমরা যদি সন্তুষ্ট হতে পারি যে এটা গুরুত্বপূর্ণ পণ্য, তাহলে আমরা আলোচনায় প্রবেশের চেষ্টাও করব। তবে আমি কাউকে বিভ্রান্ত করতে চাই না। মন্ত্রণালয়ের পেশাদার কর্মীরা সবসময় এটি নিয়ে কাজ করছে। টিকা কালকেই চলে আসবে না।

ইসরাইল অবশ্য ইতিমধ্যে করোনার টিকা নিয়ে কাজ শুরু করেছে। আগামী অক্টোবরে এই টিকা মানব শরীরে পরীক্ষা শুরু হবে।

Exit mobile version