Site icon Jamuna Television

সুনামগ‌ঞ্জে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের জ‌রিমানা

সুনামগঞ্জ প্র‌তি‌নি‌ধি :

সুনামগঞ্জ শহ‌রে ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান প‌রিচালনা ক‌রেছে। বুধবার বি‌কে‌লে শহ‌রের বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান প‌রিচালনা করা হয়।

জেলা প্রশাসন জানায়, শহরের পৌর এলাকার বিভিন্ন স্থানে মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলায় ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সাধারণ মানুষ‌কে ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে মাস্ক ব্যবহা‌রের অনু‌রোধ জানান এবং মাস্ক বিতরণ ক‌রেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন, জহিরুল আলম ও মো. রিফাতুল হক। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএইস/

Exit mobile version