Site icon Jamuna Television

করোনায় মৃত চিকিৎসকের বিল ১৯ লক্ষ!

ভারতের বারাকপুর শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের মধ্যমণি ছিলেন তিনি। নামমাত্র ফি’তে চিকিৎসা করতেন রোগীদের। এরমধ্যে করোনায় আক্রান্ত হলে তাকে ভর্তি করা হয় কলকাতার মেডিকা হাসপাতালে। গত সোমবার সেই হাসপাতালেই করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয় উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বাসিন্দা চিকিৎসক প্রদীপ ভট্টাচার্যের।

পরে করোনায় মৃত সেই চিকিৎসকের চিকিৎসায় পরিবারকে ১৯ লক্ষ টাকার বিল ধরিয়েছে কলকাতার মেডিকা হাসপাতাল কর্তৃপক্ষ। খরব হিন্দুস্তান টাইমসের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে তৎপর হল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কমিশন। এ খবর জানতে পেরে কমিশনের পক্ষ থেকে মেডিকা হাসপাতালের এক কর্মকর্তাকে এসএমএসের মাধ্যমে ওই বিল পুনর্বিবেচনার আবেদন জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই ওই এসএমএসের উত্তর এসেছে। তাতে কমিশনের আবেদন বিবেচনার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পরিবার জানায়, প্রদীপ ভট্টাচার্যের চিকিৎসায় ১৮ লক্ষ ৩৪ হাজার টাকা বিল হয়েছে। ইতোমধ্যে সেই টাকা পরিশোধ করে দিয়েছে চিকিৎসকের পরিবার। তবে বিলে কাটছাঁট হলে তা ফেরত দেয়া হবে বলে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে।

Exit mobile version