Site icon Jamuna Television

প্রণব মুখার্জির অবস্থা আরও সংকটাপন্ন

প্রণব মুখার্জির অবস্থা আরও সংকটাপন্ন

আরও সংকটাপন্ন হয়েছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা। চারদিন ধরে দিল্লির সামরিক হাসপাতালে ভেন্টিলেশনে আছেন প্রবীণ এই নেতা।

বুধবার রাতে বাবার জন্য দেশবাসীর কাছে আশীর্বাদ চান তার মেয়ে, কংগ্রেস নেতা শর্মিষ্ঠা মুখার্জি। একদিন আগেই অবস্থার অবনতি হয় ৮৪ বছর বয়সী রাজনীতিকের। উন্নতিরও নেই কোনো লক্ষণ, জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার রাতে মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অপসারণে অস্ত্রোপচার হয় প্রণব মুখার্জির।

তার আগে, নমুনা পরীক্ষায় শনাক্ত হয় করোনাভাইরাস। জানা গেছে, দীর্ঘদিন সেবনকৃত ওষুধের প্রভাবে বন্ধ হচ্ছে না মস্তিষ্কের রক্তক্ষরণ।

Exit mobile version