Site icon Jamuna Television

সিনহা হত্যা: সাত আসামির রিমান্ড শুরু হচ্ছে আজ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় সাত আসামির রিমান্ড আজ শুরু হচ্ছে। পুলিশের মামলার আলোচিত তিন সাক্ষী নুরুল আমীন, নিজাম উদ্দিন, মো আইয়াছ ছাড়াও রিমান্ডে নেয়া হবে এএসআই লিটনসহ চার পুলিশ সদস্যকে।

গতকাল বুধবার সাত আসামিকে আনা হয়েছিল কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। তদন্তকারী সংস্থা র‍্যাব- তাদের ১০ দিন করে রিমান্ড আবেদন করে। কিন্তু আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠান।

রিমান্ড শুনানির পর বিচারক তামান্না ফারাহের এজলাসে টেকনাফ থানার একটি মামলায় তিন অপহৃত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তাদের জবানবন্দি রেকর্ডের আবেদন জানিয়েছিল পুলিশ। এই অপহরণ মামলাটি পুলিশ প্রভাবিত একটি মামলা বলে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। শুনানী শেষে আদালত পুলিশের আবেদন আমলে না নিয়ে তা খারিজ করে দেন।

Exit mobile version