Site icon Jamuna Television

হোম ডেলিভারি দিচ্ছে কুকুর!

কলম্বিয়ার মেডেলিন শহরে হোম ডেলিভারির কাজ করছে একটি কুকুর। বাড়ির নাম-ঠিকানা পড়তে না জানলেও পরিচিত ক্রেতাদের নাম শুনেই ঠিকঠাক পৌঁছে দিতে পারে জরুরি পণ্য। বুদ্ধিমত্তার কারণে এখন শহরজুড়েই আলোচিত ল্যাব্রাডর প্রজাতির কুকুরটি।

মহামারি পরিস্থিতিতে অনেকের ভরসাই হোম ডেলিভারি সার্ভিসে। মেডেলিনের পোরভেনির মিনি মার্কেটের পণ্য ক্রেতারা পাচ্ছে কিছুটা ভিন্ন উপায়ে। ডেলিভারিম্যানের ভূমিকায় ইরোস নামের এক কুকুর।

পণ্য ডেলিভারিতে ভীষণ ব্যস্ত সময় কাটছে আট বছর বয়সী ইরোসের। অর্ডার অনুযায়ী ফল, সবজি, প্যাকেটজাত খাবার পৌঁছে দিচ্ছে ক্রেতার দরজায়। বিনিময়ে কখনও মিলছে একটু আদর, কখনও আবার টমেটো, কলা কিংবা বিস্কুট।

এক ক্রেতা বলেন, খুব বুদ্ধিমান কুকুর। এই দুঃসময়ে সে আমাদের বাড়িতে জিনিসপত্র পৌঁছে দেয়। ওর কারণেই দোকানে না গিয়ে ঘরে থাকা সম্ভব হচ্ছে।

পড়তে না জানলেও কাস্টমারের নাম শুনেই ঝুড়ি নিয়ে ছুটে যায় ঠিকঠাক বাড়ির দরজায়। বেশ উচ্ছ্বসিত হয়েই এ কাজ করে ইরোস।

আগে মালিক বোতেরো ও তার পরিবারের সদস্যরা হোম ডেলিভারির সময় সাথে নিতো ইরোসকে। তখনই মূলত ডেলিভারির কৌশল শিখে নেয় সে।

Exit mobile version