Site icon Jamuna Television

ভয়ানক রক্তচোষা পোকা, কামড়ালেই প্যারালাইসিস

করোনার এই দুর্দিনে ব্রিটেনে ভয়ানক এক পোকা সনাক্ত করেছে চিকিৎকরা। আকারে ছোট এই পোকা একবার যেখানে কামড়ায়, সেখানে বসেই রক্তচোষে। শরীরে এমন ভাবে মিশে থাকে, সহজে চোখেও পড়ে না। আর এ ভাবে দিন কয়েক শরীরে থাকলেই আক্রান্তের পক্ষাঘাত বা প্যারালাইসিস অবধারিত।
ব্রিটেনের ট্যাবলয়েড ‘দ্য সান’ এ সম্প্রতি এই পোকা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

চিকিৎসকেরা জানান, এই পোকাটির কামড়ে বেবিওসিস রোগ হচ্ছে। যার কারণে সেন্ট্রাল নার্ভস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। এতে আক্রান্ত পক্ষঘাতগ্রস্ত হয়ে পড়েন। এখন পর্যন্ত এ পোকার আক্রমণে দু’জন হাসপাতালে ভর্তি হয়েছে।

চিকিত্‍‌সকেরা আরও জানান, রক্তচোষা এই পোকা সাধারণত শরীরের এমন স্থানে কামড়ায়, যেখানে সহজে দেখা যাবে না। কামড় দিলে শরীর থেকে পোকাটি টেনে বের করে, আক্রান্ত স্থানটি সাবান দিয়ে ভালো ভাবে পরিষ্কার করতে হবে। বিরল ওই রক্তচোষা পোকাগুলো সাধারণত বসন্ত ও শরৎকালে সর্বাধিক সক্রিয় থাকে।

Exit mobile version