Site icon Jamuna Television

নাক ডাকায় ঘুমের ব্যাঘাত, বাবাকে পিটিয়ে মারল ছেলে!

ঘুমের মধ্যে নাক ডাকে বাবা। এই নাক ডাকায় ছেলের ঘুমের সমস্যা হচ্ছিল। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে বাবাকে পিটিয়ে মেরে ফেলে ছেলে। এ ঘটনা ভারতের উত্তরপ্রদেশের পিলভিট জেলার সৌধা গ্রামের। খবর সংবাদ প্রতিদিন।

জানা যায়, ৬৫ বছর বয়সি রামস্বরূপ স্ত্রী এবং দুই ছেলে নবীন এবং মুকেশকে নিয়ে একসাথে বাস করেন। ঘটনার দিন অর্থাৎ গত মঙ্গলবার রাতে ছোট ছেলেকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন রামস্বরূপের স্ত্রী। এদিন বাবার নাক ডাকা নিয়ে ঝগড়া হয় বড় ছেলের সাথে। এক পর্যায়ে লাঠি দিয়ে বাবাকেই বেধড়ক মারতে থাকে ছেলে। একসময় বাবা রামস্বরূপ অজ্ঞান হয়ে পড়লে ছেলে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত বাবাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Exit mobile version