Site icon Jamuna Television

ব্রাজিল থেকে আমদানি করা মুরগির মাংসে করোনা: চীন

ব্রাজিল থেকে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে আমদানি করা হিমায়িত মুরগির পাখার নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে শহর কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে।

গত জুন থেকে আমদানিকৃত গোশত ও সামুদ্রিক খাবারের নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। তারই অংশ হিসেবে মুরগির পাখা থেকে নমুনা নিয়ে তা পরীক্ষা করে স্থানীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র। খবর রয়টার্স ও এনডিটিভির।

বেইজিংয়ের নতুন মহামারীর সঙ্গে জিংফাদির সামুদ্রিক খাবারের বাজারের সম্পর্ক পাওয়া গেছে।

সম্ভাব্য দূষিত খাদ্যপণ্যের সংস্পর্শে আসাদের খুঁজে বের করে পরীক্ষা করছে শেনজেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। সংক্রমিত ব্যাচের কাছাকাছি থাকা খাদ্যপণ্যেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে সব নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।

শেনজেনের মহামারী সুরক্ষা ও নিয়ন্ত্রণ কার্যালয় জানায়, আমদানি করা গোশত ও সামুদ্রিক খাবার নিয়ে লোকজনকে আরও সতর্ক হতে হবে। সংক্রমণ ঝুঁকি এড়াতে সচেতনতা বাড়াতে হবে।

বুধবার চীনের এক প্রতিবেদন বলছে, ইকুয়েডর থেকে আনা প্যাকেটজাত চিংড়িতেও করোনা পাওয়া গেছে। এ ছাড়া দূষিত সামুদ্রিক খাবারের বিষয়টিও সামনে চলে এসেছে।

Exit mobile version