Site icon Jamuna Television

কুড়িগ্রামের কচাকাটায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার দুই বান্ধবী

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বেড়াতে গিয়ে দুই বান্ধবী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার তিনদিন পর থানায় অভিযোগ করেন দুই ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগী ওই দুই কিশোরী এখন থানা হেফাজতে আছে বলে জানিয়েছে কচাকাটা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ১০ জুলাই সোমবার দুপুরে কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নের চর কৃঞ্চপুর গ্রামে।

ঘটনার শিকার দুই কিশোরীর একজন স্থানীয় নুরানী মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং অপরজন একই মাদ্রাসার সাবেক শিক্ষার্থী বলে জানায় ভুক্তভোগীদের পরিবার।

ভুক্তভোগী এক কিশোরীর পিতা জানান, গত সোমবার সকালে এক সাথে দুই বান্ধবী গ্রামের শেষ প্রান্তে একজন নানার বাড়ি এবং অপরজন ফুফুর বাড়িতে বেড়াতে যায়। গ্রামটি চরাঞ্চল হওয়ায় কোন সড়ক পথ নেই সেখানে। ফলে ক্ষেতের আইল দিয়ে যেতে হয়। তারা দু’জনেই সেই পথ দিয়ে বেড়াতে যায়।

দুপুরে ফেরার সময় ঐ পথের পাট ক্ষেতের মাঝামাঝি আসলে আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা একই গ্রামের মজিবরের ছেলে কাঠমিস্ত্রি আল-আমিন (২৪) এবং জসমত মেম্বারের বেকার ছেলে খোকা (২১) তাদের দুজনকে জোরপূর্বক জাপটে ধরে ক্ষেতের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরে কিশোরীর কান্নাকাটিতে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং তাদের সেখান থেকে উদ্ধার করে নিজ-নিজ বাড়িতে পাঠায়। এ ঘটনায় দু’দিনব্যাপী স্থানীয় মাতবরদের চলে মিমাংসার দেনদরবার।

পরে উপায়ান্তুর না পেয়ে ভুক্তভোগীরা ও তার পিতাসহ একজন বুধবার এবং অপরজন বৃহস্পতিবার দুপুরে কচাকাটা থানায় অভিযোগ দেয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ দুই কিশোরীর ধর্ষণের অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথম কিশোরীদের সাথে ওই দুই যুবকের প্রেম সংগঠিত বিষয় থাকতে পারে। এ বিষয়ে ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অপরাধে কাউকে ছাড় দেয়া হবে না।

Exit mobile version