Site icon Jamuna Television

অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেমিতে লিপজিগ

কোয়ার্টার ফাইনালে ফেভারিট অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করলো জার্মান ক্লাব লিপজিগ।

লিসবনে ম্যাচের শুরু থেকে গতিময় ফুটবল উপহার দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ ও লিপজিগ। তবে গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় দিয়েগো সিমিওনের দল। ১৭ মিনিটে এগিয়ে যাওয়া হয়নি লিপজিগের। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতে ড্যানিয়েল অলমো’র কল্যাণে লিড নেয় মাত্র ১১ বছর আগে প্রতিষ্ঠিত জার্মান ক্লাব লিপজিগ। ৭১ মিনিটে পেনাল্টি পায় অ্যাটলেটিকো। স্পট কিক থেকে সমতা ফেরান বদলি খেলোয়াড় জোয়াও ফেলিক্স। তবে শেষ মুহূর্তের গোলে চমক দেখায় লিপজিগ। টেলর অ্যাডামসের গোলে নিশ্চিত হয় সেমি।

Exit mobile version