Site icon Jamuna Television

ইংলিশ পেসারদের তোপে পাকিস্তান

সাউদাম্পটনে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ইংলিশ পেসারদের তোপে চাপের মুখে পড়েছে পাকিস্তান। প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ১২৬ রান।

রোজবৌলে ঝলমলে রোদে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তবে হঠাৎ বদলে যায় সাউদাম্পটনের আকাশ। বৃষ্টির বাগড়ায় কয়েকবার বন্ধ থাকে খেলা।

প্রথম দিন মাঠে গড়ায় মাত্র ৪৫ দশমিক ৪ ওভার। উইকেটের আচরণও ছিল রহস্যময়। ইনিংসের শুরুতেই অ্যান্ডারসনের দারুণ ডেলিভারিতে শান মাসুদকে হারায় পাকিস্তান। তবে আবিদ আলি করেন ৬০।

অবশ্য আজহার আলি, আসাদ শফিকরা নামের প্রতি সুবিচার করতে পারেননি। বাবর আজম ২৫ আর মোহাম্মদ রিজওয়ান ৪ রানে অপরাজিত আছেন।

Exit mobile version