Site icon Jamuna Television

ফ্রান্সে মাস্ক না পরায় দেড় শতাধিক মানুষকে জরিমানা

ফ্রান্সে জনসমাগমে মাস্ক না পড়ায় দেড় শতাধিক মানুষকে জরিমানা

জনসমাগমে মাস্ক না পরার কারণে প্রায় দেড় শতাধিক মানুষকে জরিমানা করেছে ফ্রান্স পুলিশ। বৃহস্পতিবার দেশটির নিসে শহরে মাত্র এক ঘণ্টার অভিযানে এই জরিমানা করা হয়।

এসময় প্রত্যেককে ১৩৫ ইউরো বা প্রায় ১৩ হাজার টাকা করে জরিমানা করেছে পুলিশ। ফ্রান্সে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নিয়ম মানার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান জিয়ান ক্রিস্টোফি।

এরআগে প্যারিস, লিলে, নিসে ও তুলুজ শহরে মাস্ক পড়ায় কড়াকড়ি আরোপ করেছে ফ্রান্স কর্তৃপক্ষ। সর্বশেষ ২৪ ঘন্টায় দেশটিতে আরও ২৭’শ মানুষের করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ। কোভিড নাইনটিনে মৃত্যু হয়েছে ৩০ হাজারের বেশি মানুষের।

Exit mobile version