Site icon Jamuna Television

কোপা আমেরিকার সূচি চূড়ান্ত, যখন যার সঙ্গে খেলা

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছিল ৪৭তম কোপা আমেরিকা কাপ। গত জুন-জুলাইয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় বসার কথা ছিল এই আসর।

এবার ফুটবলপ্রেমীদের জন্য সুসংবাদ এলো। আগামী বছরের ১১ জুন থেকে কোপা আমেরিকার ৪৭তম আসর শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে লাতিন অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে তারা। কোপা আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো এবারের আসরের আয়োজক দুই দেশ- আর্জেন্টিনা ও কলম্বিয়া। আর্জেন্টিনার ৫ ও কলম্বিয়ার ৪ ভেন্যুতে হবে টুর্নামেন্টের ৩৮টি ম্যাচ। এর মধ্যে আর্জেন্টিনায় হবে ১৮টি ও কলম্বিয়ার মাঠে হবে বাকি ২০টি ম্যাচ।কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচ ও সেমিফাইনালের একটি ম্যাচ হবে আর্জেন্টিনায়।

অন্যদিকে কোয়ার্টার ফাইনালের বাকি দুই ম্যাচ, সেমির একটি, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বিয়ায়। পুরো মাস জুড়েই সাউথ ও নর্থ জোনে ভাগ করে টুর্নামেন্ট শেষ হবে।

সাউথ জোন রয়েছে- আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, বলিভিয়া, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া

নর্থ জোনে রয়েছে- ব্রাজিল, ইকুয়েডর, কলম্বিয়া, কাতার, ভেনিজুয়েলা ও পেরু।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আর্জেন্টিনার মুখোমুখি হবে চিলি। একই দিনে একই গ্রুপের আরও দুই ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে ও অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ে ও বলিভিয়া। ১৫ জুন উরুগুয়ে, ১৯ জুন প্যারাগুয়ে, ২২ জুন অস্ট্রেলিয়া এবং ২৭ জুন বলিভিয়ার বিপক্ষে খেলবে লিওনেল মেসির দল।

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রথম ম্যাচ হবে ১৩ জুন ভেনিজুয়েলার বিপক্ষে। এর পর ১৭ জুন পেরু, ২১ জুন কাতার, ২৪ জুন কলম্বিয়া ও ২৮ জুন ইকুয়েডরের বিপক্ষে খেলবে নেইমারের দল।

Exit mobile version