Site icon Jamuna Television

চমেকে ছাত্রলীগের সংঘর্ষ: বিক্ষোভ শেষ; দাবি আদায়ে চলছে কর্মবিরতি

বিক্ষোভ কর্মসূচি শেষ করলেও কর্মবিরতি চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের একাংশ। সকাল থেকে প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করে তারা। জুমার নামাজের আগে কর্মসূচি শেষ করে। তবে, দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

কর্মসূচির কারণে ভোগান্তির শিকার হচ্ছে রোগী ও তাদের স্বজনরা। সাথে কোভিড রোগী সেবার দায়িত্বে থাকা ওই চিকিৎসকদের কর্মবিরতিতে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যসেবা।

আধিপত্য বিস্তার নিয়ে গতকাল ইন্টার্ন চিকিৎসক শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়। এরমধ্যে সাবেক সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী একটি গ্রুপ ও অপর গ্রুপটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলর অনুসারী। এতে পাঁচজন আহত হয়। এ ঘটনার জেরেই বিক্ষোভে নামে ছাত্রলীগের একটি অংশ।

Exit mobile version