Site icon Jamuna Television

কমলা হ্যারিসের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ট্রাম্পের

কমলা হ্যারিসের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের রানিংমেট কমলা হ্যারিসের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন ডোনাল্ড ট্রাম্প। কমলার নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা নিয়েও বিতর্ক উসকে দেন তিনি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ সংশয়ের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের ভালোভাবে যাচাইয়ের পরামর্শও দেন।

মূলত কমলা হ্যারিসকে নিয়ে প্রশ্নটা তুলেছেন আইনের অধ্যাপক জন ইস্টম্যান। তার যুক্তি, জ্যামাইকান বাবা ও ভারতীয় মায়ের সন্তান কমলার জন্মের আগে মার্কিন নাগরিকত্ব পাননি তার বাবা-মা। তবে এ যুক্তিকে উড়িয়ে দিয়েছেন, বেশিরভাগ বিশেষজ্ঞ। দাবি, জন্মসূত্রে মার্কিন নাগরিক হ্যারিস। ১৯৬৪ সালে ক্যালিফোর্নিয়ায় তার জন্ম।

এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতাই পূরণ করতে পারছেন না কমলা। যে আইনজীবী একথা লিখেছেন, তিনি যথেষ্ট শিক্ষিত ও প্রতিভাবান। আমি জানিনা, এটা ঠিক কি না। তবে ডেমোক্র্যাটরা নিশ্চয়ই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ের আগে ভালোভাবে খোঁজখবর নেবে।

Exit mobile version