Site icon Jamuna Television

সীমান্তে সংঘর্ষের দায় পুরোটাই ভারতীয় সেনাদের: দিল্লীর চীনা রাষ্ট্রদূত

লাদাখের গাওয়ান উপত্যকায় চীনের সাথে ভারতের সীমান্ত সংঘর্ষের দায় পুরোটাই ভারতের বলে মন্তব্য করেছেন ভারতে চীনের রাষ্ট্রদূত সান ওয়েডং। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

চীনা দূতাবাস থেকে প্রকাশিত এক ম্যাগাজিনে বলা হয়, গভীরভাবে পর্যবেক্ষণ করলেই বুঝা যায় এই সংঘর্ষের পিছনে চীনের কোনও দায় নেই। ভারতই সর্বপ্রথম প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে এবং চীনা
সীমান্তরক্ষীদের উপর হামলা চালিয়ে আক্রমণে উস্কানি দেয়। ভারতীয় সেনারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই সীমানা লঙ্ঘন করেছিল।

সান ওয়েডং আরও বলেন, আমরা ভারতকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে অনুরোধ করেছিলাম। সেইসাথে তাদের সেনাবাহিনীকে কঠোরভাবে শৃঙ্খলাবদ্ধ করে যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই দিকে নজর দিতে বলেছিলাম।

চীনা দূতাবাস কর্তৃক প্রকাশিত সেই ম্যাগাজিনে বলা হয়, চীন ও ভারতের মধ্যকার বর্তমান দুর্ভাগ্যজনক। শি জিনপিং ও নরেন্দ্র মোদীর তৈরি করা দ্বিপাক্ষিক সুসম্পর্ক থেকে পিছু হটা উচিত নয়।

Exit mobile version