Site icon Jamuna Television

মাশরাফীর পরিবারের সুস্থতা কামনা করে ছাত্রলীগের দোয়া

নড়াইল প্রতিনিধি:

নড়াইল-২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, মা হামিদা মোর্ত্তজা বলাকা এবং জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিমসহ উভয় পরিবারের করোনায় আক্রান্ত সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা নড়াইল শহরের পুরারন বাসটার্মিনাল জামে মসজিদে জেলা ছাত্রলীগের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো. ছানাউল্লাহ।

এ সময় মাশরাফীর মা বাবাসহ করোনায় আক্রান্ত অন্যান্য সদস্য এবং জেলা ছাত্রলীগের সভাপতিসহ তার পরিবারের সদস্যসহ দেশব্যাপী করোনায় আক্রান্তদের সুস্থতা কামনা এবং যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version