Site icon Jamuna Television

উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

উত্তর ও মধ্যাঞ্চলে কিছুটা উন্নতি বন্যা পরিস্থিতির

পানি কমতে থাকায় কিছুটা উন্নতির দিকে উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি। তবে কমেনি বানভাসিদের দুর্ভোগ।

মধ্যাঞ্চলে ধীরগতিতে পানি নামায় এখনো প্লাবিত নিম্নাঞ্চলের বেশকিছু এলাকা। শরীয়তপুর, টাঙ্গাইলে নদী ভাঙ্গনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বহু পরিবার।

এদিকে বন্যার পর উত্তরাঞ্চলে ঘরবাড়িতে ফিরছেন বানভাসিরা। পুনর্বাসন প্রক্রিয়া চলছে চরাঞ্চলে। তবে এখনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগ।

কর্মহীন হওয়ায় সরকারি সহায়তার দিকে তাকিয়ে বন্যাকবলিতরা। এদিকে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বিঘ্নিত হচ্ছে চলাচল। বিশেষ করে গ্রামীণ কাঁচা সড়কে চরম ভোগান্তির শিকার স্থানীয়রা।

Exit mobile version