Site icon Jamuna Television

বিয়েতে ফাঁকা গুলিবর্ষণ করে আনন্দ প্রকাশ

বিয়েতে ফাঁকা গুলি বর্ষণ করে আনন্দ প্রকাশ

স্টাফ রির্পোটার:

গোপালগঞ্জে ভাইয়ের মেয়ের বিয়েতে শটগানের ফাঁকা গুলি চালালেন চাচা মো. কাবুল শেখ। কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের বিয়েতে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৪ আগস্ট) ফাঁকা গুলি করার সেই ভিডিওটি নিজের ফেসবুকে আপলোড করেন কাবুল। ক্যাপশনে লেখেন, ভাতিজির বিয়েতে বন্দুক ফুটিয়ে আনন্দ উৎসব। ৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে কাবুল শটগান দিয়ে এক রাউন্ড গুলিবর্ষণ করে আনন্দ প্রকাশ করছেন। এ নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে মো. কাবুল শেখ জানান, বন্দুকটি বীর বিক্রম হেমায়েত উদ্দিনের। তার মৃত্যুর পর ছেলে নান্নু শেখ তার নামে লাইসেন্স করে বন্দুকটি রেখেছেন। এটি বৈধ বন্দুক। নান্নুর মেয়ের বিয়েতে আনন্দ করার জন্য এক রাউন্ড গুলি ফুটিয়েছি মাত্র।

কাজ‌টি বৈধ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে না জানার ভুল বলে স্বীকার করে তিনি বলেন, আমি গরীব মানুষ। না বুঝে কাজটি করেছি। আমি যাতে বিপদে না পড়ি সেদিকে খেয়াল রাখবেন। ভিডিওটি তিনি ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছেন বলেও জানান। তিনি আরও বলেন, তার এই ভুল যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Exit mobile version