Site icon Jamuna Television

অন্যের ঝগড়া মেটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় জনসমক্ষে ছুরিকাঘাতে রাজিব হাসান নামে এক যুবককে খুন করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে নগরীর ডিগাম্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব হাসান বজ্রপুর এলাকার শাহীনের ছেলে। সে স্যানিটারী মিস্ত্রীর কাজ করতো। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নগরীর বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ডিগাম্বরীতলা এলাকায় পলাশ, রকি ও অখির সাথে রিয়াদ নামে এক যুবকের বাকবিতণ্ডা হয়। পরে রিয়াদের পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে রাজিব। এ নিয়ে আবার নতুন করে বাকবিতণ্ডার এক পর্যায়ে রাজিবকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এদিকে ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version