Site icon Jamuna Television

খালেদা জিয়ার কেক না কাটার সিদ্ধান্ত জাতিকে স্বস্তি দেবে: কাদের

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে কুটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান। বলেন, জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসনের জন্মদিনের কেক না কাটার সিদ্ধান্ত জাতিকে স্বস্তি দেবে।

এরআগে, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শুরু হয় সকাল ৮টা থেকে। এবার করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শোক দিবসের কর্মসূচি পালন করছে দলটি। তারপরও বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীর পাশাপাশি ১৪ দলের নেতাকর্মীরাও ভিড় করেন সেখান। পরে তাদের সাথে নিয়ে ফুল দেন শীর্ষ নেতারা।

সবার আশা, এই দুর্যোগ কেটে যাবে এবং বঙ্গবন্ধু কন্যার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।

Exit mobile version