Site icon Jamuna Television

শোক দিবসে উপাসানালয়ে চলছে প্রার্থনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন উপাসানালয়ে প্রার্থনা করা হয়েছে। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় করা হয় বিশেষ প্রার্থনা।

সকালে রাজধানীর তেজগাঁও ক্যাথলিক চার্চ; বৌদ্ধ বিহার ও ঢাকেশ্বরী মন্দিরে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা। প্রার্থনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সফল হন সেই কামনা করা হয়। একইসাথে বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ যেন বিশ্ব মাথা তুলে দাঁড়ায় সেই আশা প্রকাশ করা হয়।

পুরো আয়োজনে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন।

Exit mobile version