Site icon Jamuna Television

সবুজ সংকেতের অপেক্ষা, ৩টি করোনার ভ্যাকসিনের পরীক্ষা চলছে: মোদি

সবুজ সংকেতের অপেক্ষা, ৩টি করোনার ভ্যাকসিনের পরীক্ষা চলছে: মোদি

ভারতে করোনাভাইরাসের ৩টি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে। গবেষকদের সবুজ সংকেত পেলেই, শুরু হবে উৎপাদন ও সরবরাহ। দেশটির ৭৪তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিল্লির লাল কেল্লায় এ নিয়ে সপ্তমবারের মতো ভাষণ দিলেন মোদি। সেখানেই বলেন, কীভাবে কম সময়ে-স্বল্পমূল্যে প্রত্যেক ভারতীয়দের ঘরে করোনা ভ্যাকসিন পৌঁছানো যায়, সেই রূপরেখা তৈরি রেখেছে সরকার। দেড়ঘণ্টার ভাষণে, দেশের প্রতিরক্ষা নিয়েও কথা বলেন মোদি। আরও বলেন, এলওসি (LOC) থেকে এলএসি (LAC) ভারতের সার্বভৌমত্বের দিকে যারাই চোখ তুলে তাকিয়েছে তাদের উপযুক্ত জবাব দিয়েছে সেনারা। তার দাবি, সীমান্তে সন্ত্রাস বা বিস্তারবাদ যেটাই হোক না কেনো, দুটোর বিরূদ্ধেই লড়াইয়ের সক্ষমতা রাখে ভারত।

এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও জানান, ভারতে একটা বা দুটো নয়; বরং তিনটি ভ্যাকসিনের বিভিন্ন ধাপে পরীক্ষামূলক প্রয়োগ চলছে। বিজ্ঞানীরা এ বিষয়ে সবুজ সংকেত দেয়ার পরই, বড় পরিসরে শুরু হবে উৎপাদন। আর প্রত্যেক ভারতীয়দের হাতে-হাতে কিভাবে দ্রুত প্রতিষেধক পৌঁছানো যায় সেই রূপরেখাও সাজিয়েছে সরকার।

Exit mobile version