Site icon Jamuna Television

লজ্জাজনক হারের পর বরখাস্ত হচ্ছেন বার্সা কোচ!

বায়ার্ন মিউনিখের কাছে লজ্জাজনক হারের পর বিধ্বস্ত পুরো বার্সা শিবির। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যায়ের ইতিহাসে এত বড় ব্যবধানে হারেনি কোনও দলই। এমন অপমান নিয়ে শেষ কবে মাঠ ছেড়েছিল লিও মেসির বার্সেলোনা, তা অনেকেরই মনে পড়ছে না।

ম্যাচ শেষে সেতিয়েন স্বীকার করে নিয়েছেন বার্সায় তার অধ্যায় শেষ হওয়া কেবল সময়ের অপেক্ষা। আনুষ্ঠানিক ঘোষণাই কেবল বাকি। চলতি বছরের ১৪ জানুয়ারি এর্নেস্টো ভালভার্দেকে সরিয়ে সেতিয়েনের হাতে তুলে দেয়া হয়েছিল বার্সার দায়িত্ব। ঠিক সাত মাস বার্সার ডাগ আউটে বসতে পারলেন তিনি।

বায়ার্নের কাছে বিধ্বস্ত হওয়ার পর সেতিয়েনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা, এমন খবর স্প্যানিশ মিডিয়া জানালেও বার্সার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানানো হয়নি।

বার্সেলোনার প্রেসিডেন্ট বার্তোমিউ জানিয়েছেন, ক্লাব ম্যানেজমেন্ট ইতিমধ্যেই বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে সরকারি ঘোষণা হবে। আজকের দিনটা ক্লাবের সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার দিন।

বার্সার কাছে হারের পরে সাংবাদ সম্মেলনেও আসেননি অধিনায়ক লিও মেসি। তার জায়গায় জেরার্ড পিকে।

বার্সার দীর্ঘদেহী ডিফেন্ডার বলেছেন, নতুনদের জন্য যদি জায়গা ছাড়তে হয়, তা হলে তিনি সবার আগে তিনি ক্লাব ছাড়বেন।

সেতিয়েন বলেছেন, আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই। সমর্থকদের কথা ভেবে আমার খারাপ লাগছে।

Exit mobile version