Site icon Jamuna Television

মার্কিন নির্বাচনে চিঠির মাধ্যমে ভোটগ্রহণ, সময়মতো পৌঁছানো নিয়ে সংশয়

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চিঠির মাধ্যমে ভোটগ্রহণ হলে তা সময়মতো নাও পৌঁছাতে পারে। শুক্রবার, এ বিষয়ে সতর্ক করলো যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিস।

ধারণা করা হচ্ছে, মহামারির কারণে এবার বিপুল সংখ্যক মানুষ মেইলের মাধ্যমে ভোট দেবেন। তবে, রাজ্য প্রশাসনকে সংস্থাটি জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে পোস্টাল সেবা অসম্ভব। মার্কিন পোস্টাল সার্ভিসের এ আচরণের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা।

তাদের দাবি, সংস্থাটির প্রধান ট্রাম্পের বিশেষ সমর্থক। জালিয়াতির আশঙ্কায় শুরু থেকেই মেইল-ইন ভোটের তীব্র বিরোধী প্রেসিডেন্ট।

Exit mobile version