Site icon Jamuna Television

ঝিনাইদহে রাস্তায় পড়ে থাকা সেই নবজাতক পেলো তার বাবা মা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া সেই শিশুটির দ্বায়িত্ব নিয়েছেন নিঃসন্তান এক দম্পতি। আজ সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুটিকে দম্পতির জিম্মায় দেওয়া হয়।

পুলিশ জানায়, শিশুটি উদ্ধারের পর ২৭ জন দম্পতি তাকে দত্তক নেয়ার আবেদন করে। শুক্রবার রাতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের জরুরী সিন্ধান্ত মোতাবেক সদর উপজেলার পাগলা কানাই এলাকার হারুন-অর রশিদ-রাজিয়া দম্পতিকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরে শনিবার সকালে তাদের কাছে শিশুটির দ্বায়িত্ব বুঝিয়ে দেয় পুলিশ। সন্তান পেয়ে খুশি হারুন-অর রশিদ, রাজিয়া দম্পতি।

গত শুক্রবার সকালে সদর উপজেলার মায়াধরপুর গ্রামের রাস্তার পাশের ঝোপের উপর ব্যাগের মধ্যে কম্বলে মোড়ানো নবজাতক এক ছেলে সন্তানকে উদ্ধার করে পুলিশ। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গতকালের চেয়ে শিশুটির শারিরীক অবস্থা বর্তমানে ভালো। তবে এখনও ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

Exit mobile version