Site icon Jamuna Television

পাবনায় সাড়ে ৮ কেজি ওজনের টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন

পাবনা প্রতিনিধি:

সাড়ে ৮ কেজি ওজনের টিউমার বুকে নিয়ে ধরইল গ্রামের মোছা. সুফিয়া বেগম (৫০) দীর্ঘদিন কষ্টের সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। অবশেষে মুক্তি মিলেছে আজ।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে চাটমোহর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জনতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডা. কাফি চৌধুরী এম.বি.বি.এস বিসিএস (স্বাস্থ্য) সার্জনের অপারেশনে সুষ্ঠুভাবে টিউমার অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে।

অপসারণকৃত টিউমার দেখতে উৎসুকরা ভিড় করে। জেলাতে এতো বড় টিউমার অপারশেন করে মানবদেহ থেকে অপসারণ করার ঘটনা এই প্রথম।

Exit mobile version