Site icon Jamuna Television

ভ্যাকসিন লাগবে কিনা জানি না, করোনা এমনিতেই বাংলাদেশ থেকে চলে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

মানুষ এখন বাসায় বসেই চিকিৎসা পায় তাই তাদের হাসপাতালে আসতে হয় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ভ্যাকসিনের প্রয়োজন হবে কি না জানি না, কোভিড এমনিতেই বাংলাদেশ থেকে চলে যাবে।

শনিবার ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, বাসায় বসে চিকিৎসা পাচ্ছে বলে হাসপাতালে রোগী কম যাচ্ছে। দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুহার কমেছে বলে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী আনন্দ প্রকাশ করেন।

এর আগে, বাংলাদেশে নতুন করোনাভাইরাসের চীনা ভ্যাকসিনের মানব পরীক্ষা করতে দেওয়ার বিষয়ে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনি এ তথ্য জানান।

Exit mobile version