Site icon Jamuna Television

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি।

গুঞ্জন সত্য করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শনিবার নিজের ভ্যারিফায়েড ইনস্টাগ্রাম পেইজে এই খবর জানালেন ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত এই উইকেটকিপার ব্যাটসম্যান।

ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে আর ভারতের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যায়নি তাকে। ধোনি লিখেছেন, আজ থেকে ১৯২৯ ঘণ্টা (প্রায় ৮০ দিন) আগ থেকে তার অবসর বিবেচনা করতে। দীর্ঘ পথচলায় সমর্থনের জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

২০০৪ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ধোনি। খুব দ্রুতই অপরিহার্য হয়ে উঠেন সব ফরম্যাটের ক্রিকেটে। নেতৃত্বও পেয়ে যান দ্রুত। ২০১৪ সালের পর থেকে আর সাদা পোশাকে নামতে দেখা যায়নি তাকে। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের জার্সি গায়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটিই তার শেষ ওয়ানডে। এরপর ভারত বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ খেললেও তাতে ছিলেন না এমএস। এবার বিদায় জানালেন ২২ গজকে। সেই সাথে সমাপ্ত হলো ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায়ের।

Exit mobile version