Site icon Jamuna Television

ভারতের স্বাধীনতা দিবসে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ

ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে মিষ্টি উপহার দিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার সকালে ফুলবাড়ি সীমান্তে আনুষ্ঠানিকভাবে বিজিবির হাতে উপহার সামগ্রি তুলে দেয়া হয়। এসময় বিএসএফ’র প্রতিনিধিরা জানায়, বাংলাদেশের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ন সম্পর্ক ভারতের।

সেইসাথে বিএসএফ আরও জানায়, আগামীতে এই ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে কাজ করবে সীমান্ত রক্ষীরা। প্রতিবছর ঈদ, দিওয়ালি, পূজা এবং স্বাধীনতা দিবসসহ বিভিন্ন উৎসব উপলক্ষে বিজিবি-বিএসএফ এর মধ্যে উপহার সামগ্রী বিতরণের রেওয়াজ রয়েছে।

Exit mobile version