Site icon Jamuna Television

পটুয়াখালী শহ‌রে পানি‌তে ডু‌বে দুই শিশুর মর্মা‌ন্তিক মৃত‌্যু

পটুয়াখালী প্রতি‌নি‌ধি:

পটুয়াখালী শহরে একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।

শনিবার দুপুর দেড়টার দিকে শহরের তিতাস সিনেমা এলাকা সংলগ্ন ফরেষ্ট কলোনী পুকুরে এ ঘটনা ঘটে। মৃতের স্বজনেরা জানান, তিতাস সিনেমা এলাকায় ঋষিবাড়ির নিখিল ঋষির তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে বৃষ্টি (৯) এবং একই বাড়িতে বেড়াতে আসা রনজিত ঋষির ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে প্রিয়াংকা (১৩) দুপুরে বাড়ীর অন্যদের সাথে দুপুরে পাশ্ববর্তী ফরেষ্ট কলোনির পুকুরে গোসল করতে যায়।

গোসল শেষে সবাই পাড়ে উঠলেও বৃষ্টি ও প্রিয়াংকাকে দেখতে না পেয়ে বাড়িতে খবর দেয়া হয়। এরপর বাড়ির লোকজন এসে পুকুরে নেমে তল্লাশির এক পর্যায়ে পানি থেকে দুই বোনকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

পরে দুই বোনের লাশ এলাকায় নিয়ে যাওয়া হলে মর্মান্তিক এ মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে।

বৃষ্টির বাবা নিখিল জানায়, প্রিয়াংকার বাড়ি পিরোজপুরের সন্নাসী গ্রামে। সে মামা জগদিসের বাড়ি বেড়াতে এসে আকস্মিক এ দুর্ঘটনার শিকার হয়। প্রিয়াংকার বাবা রনজিত জানান, দুবোনেই সাঁতার জানতো। এ মৃত্যুকে তারা কোনভাবেই মেনে নিতে পারছেন না।

Exit mobile version