Site icon Jamuna Television

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ থেকে ৭ হরিণ শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি:

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার পক্ষির চর থেকে সাত হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ।

পূর্ব সুন্দর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, হরিণ শিকারি চক্র কটকা কচি খালি এলাকায় বনে ঢুকেছে এমন গোপন সংবাদেনর ভিত্তিতে বনকর্মীরা গত তিন চারদিন ওই এলাকায় টহল জোরদার করে।

শনিবার ভোর রাতে পক্ষির চর এলাকা থেকে সাত চোরা শিকারি হরিণ ধরা বিপুল পরিমাণ ফাঁদ ও একটি ট্রলারসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

Exit mobile version