Site icon Jamuna Television

ইউরোপা লিগ: আজ সেমিফাইনালে সেভিয়ার মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড

ইউরোপা লিগের প্রথম সেমিফাইনাল আজ। যেখানে রাত একটায় স্প্যানিশ ক্লাব সেভিয়ার মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।

ঐতিহ্য, কাগজে কলমের শক্তির বিচারে সেমিতে সেভিয়ার বিপক্ষে ফেভারিট ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগে নিজেদের সর্বশেষ ৫ ম্যাচে ৪ জয় বলছে তাদের ভালো ফর্মের কথা। এই ম্যাচেও মাঝমাঠে ম্যানিইউর প্রাণ পগবা-ফার্নান্দেস জুটি। আক্রমণে রাশফোর্ডের সঙ্গী হতে পারেন গ্রিনউড কিংবা অ্যান্থনি মার্শিয়াল।

তবে সব সমীকরণ পাল্টে দিতে পারে সেভিয়া। টানা ১৯ ম্যাচ অপরাজিত লোপেতেগুয়ি শিষ্যরা। ইউরোপা লিগের ফর্মটা আরও অনবদ্য ৫ বারের চ্যাম্পিয়নদের। ৫টি সেমিফাইনাল খেলে সবকটিতেই জিতেছে তারা। আর সেই ৫ আসরেই চ্যাম্পিয়ন হয়েছে সেভিয়া।

ইউএইস/

Exit mobile version